Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ১৭:১৪
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭:৫২

শীত জেঁকে বসার সম্ভাব্য সময় জানা গেল

শীত

আগামী কয়েক দিনের মধ্যে সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর চলতি মাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার কোনো সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। তখন শীত জেঁকে বসতে পারে বলে জানা গেছে।

কয়েক দিন পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমবে। এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় রাতে শীত অনুভূত হয়।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রির নিচে। তবে দিনের তাপমাত্রা এখনও শীতের অনুভূতি জাগাচ্ছে না। শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে আগামী দুই থেকে দিন পর দেশে তাপমাত্রা বাড়তে পারে। ডিসেম্বরের মাঝামাঝি শীত জেঁকে বসতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এফএ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS