• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

যেমন থাকবে আজকের আবহাওয়া

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২১, ১০:২১
যেমন থাকবে আজকের আবহাওয়া

আজ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। আবহাওয়া সামান্য পরিবর্তিত হতে পারে পরবর্তী তিন দিনে। এ ছাড়া রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশেই।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত বৃহস্পতিবার সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বাড়তি অংশ।

ডব্লিউএস/এমএন

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালে যে বিভাগে বইতে পারে ৮০ কিমি বেগের ঝড়
সোমবার পর্যন্ত সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
বৃষ্টি ঝরবে কবে, জানাল আবহাওয়া অফিস
X
Fresh