• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আজও বৃষ্টি হবে

আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২১, ১৪:২০
ফাইল ছবি

আজ বিকেলের পর বৃষ্টি হতে পারে। তবে গত দুদিনের তুলনায় আজ শনিবার (৩ জুলাই) বৃষ্টিপাতের মাত্রা সামান্য কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের পাঁচ বিভাগের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩ জুলাই) দুপুরের দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান জানিয়েছেন, গত দুদিনের তুলনায় আজ ঢাকায় বৃষ্টি কিছুটা কম থাকবে। আকাশ সারাদিন মেঘলা থাকতে পারে। তবে বিকেলের পর বৃষ্টি নামতে পারে।


আরও পড়ুন... ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো আরব আমিরাত

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।

এছাড়াও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়ের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
X
Fresh