• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘আমরা সৌভাগ্যবান আমাদের দেশে কপ সভাপতি এসেছেন’

আরটিভি নিউজ

  ০২ জুন ২০২১, ২১:৪০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা সৌভাগ্যবান আমাদের দেশে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) সভাপতি ও ব্রিটিশ এমপি অলোক শর্মা এসেছেন।

বুধবার (২ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এসময় অলোক শর্মা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীকে নিরাপদ রাখতে আমাদের একসেঙ্গ কাজ করে যেতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। যাতে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী রেখে যেতে পারি। আলোক শর্মা আমাদের দেশে এসেছেন এর আগে জন ক্যারিও এসেছিলন।

তিনি বলেন, কয়েকনি আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে যায়, এটা আমাদের দায়িত্ব, উপকূলীয় বেড়িবাঁধকে আরো উঁচু ও প্রশস্ত করা। এসব বেড়িবাঁধে প্রয়োজনে আমরা গাছ ও সোলার প্যানেল লাগাবো। তাহলে পরবর্তীসময়ে মানুষের আর দুর্গতি হবে না। মানুষের ফসল নষ্ট হবে না।

জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) সভাপতি ও ব্রিটিশ এমপি অলোক শর্মা বৃহস্পতিবার সুন্দরবন পরিদর্শনে যাবেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
X
Fresh