• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাগরে গভীর নিম্নচাপ

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ২১:১১
deep, depression, sea
সাগরে গভীর নিম্নচাপ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপ ঘুর্ণিঝড়ে রূপ নিলেও এটির অবস্থান শ্রীলঙ্কায়। বাংলাদেশ উপকূলে ঘুর্ণিঝড় আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (০১ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আভাস রয়েছে।

ঘূর্ণিঝড়ে রূপ নিলেও এটির অবস্থান এখন শ্রীলঙ্কার দিকে। এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানান এই আবহাওয়াবিদ।

ডিসেম্বরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে বঙ্গোপসারে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না।

আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এফএ

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক
গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক স্বামী 
গভীর সমুদ্রে ট্রলার ডাকাতি, ১৫ লাখ টাকার মাছ লুট
পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের মৃত্যু নিয়ে রহস্য
X
Fresh