• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে করোনায় এ পর্যন্ত ৪ চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু: রাষ্ট্রদূত

আরটিভি অনলাইন রিপোর্ট্

  ১৯ জুন ২০২০, ০৯:২৩
So far, 365 Bangladeshis, including four doctors, have died in Corona, Saudi Arabia
ফাইল ছবি

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে ৪ জন চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য জানিয়েছেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।

এছাড়া দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন, এদের মাঝে ৪ জন চিকিৎসকও রয়েছেন। যারা সৌদি আরবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। দেশটিতে ২১ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে। এসব প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ দেয়ার জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ দিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের দূতাবাসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।

গোলাম মসীহ বলেন, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh