• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর কোন এলাকায় কতজন আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০২০, ১৭:৪০
How many people are affected in any area of ​​the capital
রাজধানীর কোন এলাকায় কতজন আক্রান্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সবেচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা রাজধানী ঢাকায়। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৩ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে। অপরদিকে নমুনা পরীক্ষায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬২ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যাই এখন পর্যন্ত সর্বোচ্চ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। রোগী শনাক্ত করতে দেশে মোট পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে যারা মারা গেছেন, তাদের নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

বুলেটিনে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

--------------------------------------------------------------------
আরো পড়ুন: কোন জেলায় আক্রান্ত কত?
--------------------------------------------------------------------

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো—মিরপুর এলাকা ১,৪৪৭, উত্তরা ৬১৬, মোহাম্মদপুর ৫৩৫, মহাখালী ৫০৫, মুগদা ৪৭৭, যাত্রাবাড়ী ৪৬৬, ধানমন্ডি ৪২৭, মগবাজার ৩১৫, কাকরাইল ৩০৪, তেজগাঁও ৩০০, খিলগাঁও ২৭০, রামপুরা ২৬৫, লালবাগ ২৫০, বাড্ডা ২৪৯, রাজারবাগ ২২৬, গুলশান ২১৯, মালিবাগ ২০৩, বাসাবো ১৭৪, গেন্ডারিয়া ১৬৮, বাবুবাজার ১৬২, ওয়ারী ১৪৩, আগারগাঁও ১৩৩, বংশাল ১৩২, শ্যামলী ১৩১, শাহবাগ ১১৬, হাজারীবাগ ১১২, ডেমরা ১১০, আদাবর ১০৯, আজিমপুর ১০৯, পল্টন ১০৮, বনানী ১০৮, শান্তিনগর ১০৪, বসুন্ধরা আবাসিক এলাকা ১০৩, রমনা ১০১, বনশ্রী ৯৭ ও পোস্তগোলা ৫ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh