• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুক্তিযুদ্ধমন্ত্রী সস্ত্রীক সিএমএইচে ভর্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০২০, ১২:১৭
Liberation War Minister's wife admitted to CMH
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহ সিএমএইচে ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ আরটিভি অনলাইনকে জানান, করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। শনিবার রাতে তাদেরকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (১২ জুন) তাদের দেহে কোভিড-19 পজিটিভ ফলাফল পাওয়া যায়। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। তিনিও বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া গেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের মানুষ সুখে থাকুক বিএনপি তা চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী
X
Fresh