• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নেয়া শুরু হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০২০, ১৩:০১
আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নেয়া শুরু হয়েছে
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরত নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ভারত সরকার।

শুক্রবার (৮ মে) সকালে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের শ্রীনগরের উদ্দেশে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিমানবন্দরে ভারতীয় নাগরিকদের বিদায় জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে 'বন্দে ভারত মিশন' নামক বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছেন।

বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের আজ ৮ মে থেকে শুরু হওয়া ফ্লাইটে পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হবে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (৮, ১২ ও ১৩ মে), দিল্লী (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় প্রাণ গেল আরও একজনের
দেড় মাস ধরে পানিতে আটকা ২০ ভারতীয় 
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
X
Fresh