• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত, বিমানের সব রুট বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০২০, ১৯:৫৮
লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত, বিমানের সব রুট বন্ধ,
লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত, ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে বিমানের সব রুটের ফ্লাইট বন্ধ হয়ে গেল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যমান (করোনাভাইরাসের কারণে সৃষ্ট) পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট আপাতত সাতদিনের জন্য স্থগিত করা হলো। আগামী ৩০ মার্চ ঢাকা থেকে ওই দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।’

যাত্রী সংকটসহ স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক সব রুটে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ করেছে বিমান। অপরদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসের কারণে শুধু বিমান নয়, বিশ্বের বেশিরভাগ এয়ারলাইন্সই তাদের ফ্লাইটের সংখ্যা সীমিত করেছে। অনেক দেশই ভিনদেশের ফ্লাইটের আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই দেশগুলোর বিমান চলাচল কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির
X
Fresh