• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

আজ থেকে কাজ শুরু করবে সেনাবাহিনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ০৮:৩৫
আজ থেকে কাজ শুরু করবে সেনাবাহিনী
আজ থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আজ বুধবার (২৫ মার্চ) থেকে কাজ শুরু করবে সেনাবাহিনী। প্রশাসনকে সহায়তা করতে দেশের সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আজ ২৪ মার্চ দেশের সব বিভাগ ও জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় করবে।

আইএসপিআর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশ থেকে প্রত্যাগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা ও সমন্বয় করবে। এছাড়া সেনাবাহিনী বিভাগ ও জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে। নৌবাহিনী উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে। বিমান বাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরি পরিবহন কাজে নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর দল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে একাধিক জেলায় পৌঁছে গেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনের বন্দিরা যোগ দিতে পারবেন সেনাবাহিনীতে, সংসদে বিল পাস
সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
‘অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী’
X
Fresh