• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডিএনসিসির ৯ লাখ বর্গফুট এলাকায় জীবাণুনাশক স্প্রে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০২০, ১৯:৪৮
ডিএনসিসির ৯ লাখ বর্গফুট এলাকায় জীবাণুনাশক স্প্রে
ডিএনসিসি ৯ লাখ বর্গফুট এলাকায় ওয়াটার বাউজারের সাহায্যে জীবাণুনাশক স্প্রে করছে, ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৯ লাখ বর্গফুট এলাকায় ওয়াটার বাউজারের সাহায্যে জীবাণুনাশক স্প্রে করেছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

চারটি ওয়াটার বাউজার এ কাজে ব্যবহার করা হয়। মোট ৬০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ৯ লাখ বর্গফুট এলাকায় স্প্রে করা হয়।
এলাকাগুলো হচ্ছে শাহ আলী মাজার থেকে মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে টোলারবাগ হয়ে বাংলা কলেজ। সেখান থেকে টেকনিক্যাল, মিরপুর মডেল থানা, মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে মাজার রোড হয়ে গাবতলী; মিরপুর সেকশন ১৪, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল ও আশকোনা।

পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
৪ মাস পর টনক নড়ল ডিএনসিসির
চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিলো ডিএনসিসি
X
Fresh