• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস পদ্মা সেতু নির্মাণে প্রভাব ফেলবে না: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০২০, ১২:১৫
করোনাভাইরাস পদ্মা সেতু কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীনে করোনাভাইরাস আক্রান্তের কারণে পদ্মা সেতু নির্মাণে কোনো প্রভাব ফেলবে না।

সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এতে সরকার কমিশনকে সহযোগিতা করবে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের কোনো বাধা দেবে না আওয়ামী লীগ। কিন্তু ভোট কেন্দ্রে যদি এজেন্ট দিতে না পারে সে ব্যর্থতা বিএনপির।

তিনি আরও বলেন, নির্বাচনে ৬৭ জন বিদেশিসহ এক হাজারের বেশি পর্যটক থাকবে। সেখানে নিজ দলের কাউকে রাখা হয়নি।

নির্বাচনের পরিবেশ ভালো উল্লেখ করে বিএনপি অস্ত্রধারীসহ বহিরাগতদের ঢাকায় এনে ভোটকেন্দ্র রক্ষার নামে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে বলে উদ্বেগ জানান তিনি।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর নির্বাচনী প্রচারণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!
৯৯৯-এ জানানো যাবে উপজেলা নির্বাচনের অভিযোগ
এবার ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
ছাড় পাচ্ছেন না স্বজনকে প্রার্থী করা মন্ত্রী-এমপিরা
X
Fresh