• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে ইভিএম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০২০, ১৫:২৯
নির্বাচনে ইভিএম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি

নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) অধ্যাদেশ -২০১৮ এবং এর বিধিমালা-২০১৮ এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় থাকবেন সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য।

অন্য সব নির্বাচনের মতো এই নির্বাচনেও ইভিএম ব্যবহারের বিরোধীতা করছে বিএনপি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষিজমি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা মানা হবে না: হাইকোর্ট
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, যা জানাল মন্ত্রণালয়
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরের মামলা হাইকোর্টে স্থগিত
লাশের সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টের রুল
X
Fresh