• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে গোটা দেশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯
শৈত্যপ্রবাহ তীব্র শীত দেশ

শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে গোটা দেশে। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। টানা কয়েকদিন সূর্যের দেখা না পাওয়ায়, চরম কষ্টে দিন পার করছে ছিন্নমূল, খেটে খাওয়া ও নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। পাশাপাশি বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে, শীতজনিত রোগীর সংখ্যা।

অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে শীত যেন জেঁকে বসেছে গোটা দেশজুড়ে। শীতের কামড়ে নাজেহাল বিভিন্ন বয়সী মানুষ। তবে সবচেয়ে বেশী কষ্ট পাচ্ছেন বয়স্ক ও শিশুরা।

গেলো কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আরো কমার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

লালমনিরহাটে দিনের বেলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কনকনে হিমেল বাতাসে ব্যাপক কষ্টে দিন পার করছে, তিস্তা ও ধরলা নদী তীরবর্তী মানুষজন।

হিলিতে তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষদের। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

গত কয়েক দিনের তুলনায় কুড়িগ্রামে শীতের তীব্রতা কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে শীতজনিত রোগীর সংখ্যা।

গাইবান্ধায় সন্ধ্যা হতে না হতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জনপদ। সূর্যের আলো না থাকায় দিনের বেলাও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়।

ঝিনাইদহে হঠাৎ করে তীব্র শীত নামায় সবচেয়ে বেশি বিপাকে পরেছে কৃষক ও খেটে খাওয়া মানুষ।

এছাড়াও, রাজশাহী, যশোর, মেহেরপুর, ফরিদপুর, নড়াইলসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র শীতে দুর্বিষহ কষ্ট ভোগ করছে সাধারণ মানুষ। যারা সরকার ও বিত্তবানদের আছে শীতবস্ত্রের সহায়তা চাইছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ভবনের নকশা অনুমোদনে এসটিপি স্থাপনের শর্ত আরোপের নির্দেশ
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
X
Fresh