• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

অবৈধ ১১ হাজার বিদেশিকে ফেরত পাঠানো হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৯, ১৭:০৩

বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে ১১ হাজার বিদেশি নাগরিক। তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বললেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অনেক বিদেশি নাগরিক আসার পর ভিসার মেয়াদ শেষ হলে যাওয়ার পর ফেরত যাননি। তারা মেয়াদোত্তীর্ণ অবস্থায় আছেন। আমাদের গত সভায় সিদ্ধান্ত হয়েছিল তাদের চিহ্নিত করা। অত্যন্ত সফলতার সাথে আমাদের গোয়েন্দা সংস্থা তাদের চিহ্নিত করেছে। তবে সমস্যা দেখা দিয়েছে, ওদের যে খরচ হবে সে টাকাও নেই। ওদের আমরা কী করব? আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছে অনুরোধ করব কিছু টাকা বরাদ্দ দেয়ার জন্য। যাতে অবৈধভাবে বসবাসকারী লোকদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়া যায়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ১১ হাজারের মতো এমন বিদেশি নাগরিক আছেন। এরা বিভিন্ন দেশের, বিশেষ করে আফ্রিকার দেশগুলোরই বেশি, নাইজেরিয়া, তানজেনিয়ার নাগরিক সব থেকে বেশি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভন্ন দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশে এসে ব্যবসা করছেন, অনেকে অপরাধের সঙ্গে জড়াচ্ছেন, এদের অনেকে জেলে রয়েছেন, যাদের জেলে সাজার মেয়াদও শেষ হয়েছে। এছাড়া ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবৈধভাবে এ দেশে অস্থান করছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় বিরোধ প্রকাশ্যে
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
এনবিআর-কাস্টমসের হয়রানির বিষয় মন্ত্রিসভায় তোলা হবে: নানক
আমদানি-রপ্তানিতে নতুন আইন
X
Fresh