• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সরকার নির্ধারিত দরে ধান কিনতে চালকল মালিকদের নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৯, ১৫:৩১

চালকল মালিকরা যদি সরকার নির্ধারিত দরে ধান কিনে চাল সরবরাহ করেন তাহলে বাজারে কোনও প্রভাব পড়বে না। এতে ভোক্তাদেরও কোনও সমস্যা হবে না। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ইরি-ব্যুরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সরকারি গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও পরিস্থিতির উপর নির্ভর করে ধান-গম কেনার সিদ্ধান্ত নেয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেন, এখন চালের দাম সরকারি ভাবে বেঁধে দেয়া মূল্যের নিচে আছে।

খাদ্য গুদাম পরিদর্শনের পর খাদ্য গুদাম প্রাঙ্গণে মন্ত্রী একটি আম গাছের চারা রোপণ করেন।

এর আগে খাদ্য মন্ত্রী পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সংবর্ধনা সভায় অংশ নেন। এসময় পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ জেলা ও উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমসি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh