• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

যেদিন থেকে শীতের তীব্রতা আরও বাড়বে

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫২

পৌষের শীতে কাঁপছে দেশ। জবুথবু অবস্থা বিভিন্ন জেলার নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশা, শিশির আর কনকনে ঠাণ্ডার সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতের তীব্রতা বেশি হওয়া সূর্যের দেখা মেলেনি ঢাকাসহ অনেক জেলায়। অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন শিশু ও বৃদ্ধরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দেবে। বইবে মৃদু শৈতপ্রবাহ।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরটিভিকে বলেন, ১৭ জানুয়ারি থেকে মেঘলা আবহাওয়া শুরু হতে পারে। তখন ১৮ ও ১৯ তারিখে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমে মৃদৃ শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন অবস্থায় শীতজনিত রোগ থেকে রক্ষায় শীতবস্ত্র ব্যবহারের পাশাপাশি চলাফেরায় সকর্ত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

এ ছাড়া তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়ের সংকেত
পোড়া বনের জন্য বৃষ্টি যেন আশীর্বাদ
৯ জেলায় বজ্রপাতে নিহত ১১ 
বৃষ্টিতে কাটা গেছে ৬ ওভার, পাহাড় সমান লক্ষ্য টাইগ্রেসদের সামনে
X
Fresh