• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পোস্তগোলা সেতু পারাপারে সুখবর

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২২, ১০:৫০
পোস্তগোলা সেতু পারাপারে সুখবর

আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা সেতুতে যাতায়াতকারী যানবাহনের টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (২৯ জুন) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

তিনি বলেন, টেন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরও পোস্তগোলা সেতু থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে টোল আদায় বন্ধে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়।

কাজী মাঈনুল হাসান বলেন, বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করা হবে।

সওজ জানায়, আগামী ১ জুলাই থেকে টোল নেওয়া হবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। তাই পোস্তগোলা সেতুতে আলাদা করে আর টোল নেওয়া হবে না। শুধু এক্সপ্রেস হাইওয়ের জন্য টোল দিতে হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে নির্দেশনায় যা রয়েছে
ডোনাল্ড লুর বাংলাদেশ সফর : র‍্যাবের জন্য সুখবর নেই
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, জানতে চান কাদের
দেড় মাস ধরে পানিতে আটকা ২০ ভারতীয় 
X
Fresh