• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইভ্যালির গাড়ি ফেরতের নির্দেশ

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৯:২৪
ইভ্যালির গাড়ি: ফাইল ছবি

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো আগামী সাত দিনের মধ্যে ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ইভ্যালির পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইভ্যালির রেজিস্ট্রেশন করা গাড়িগুলো তাদের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই গাড়িগুলো আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা গাড়ি ফেরত দেবেন না, তাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোর তথ্য বিআরটিএ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।

উল্লেখ, ইভ্যালি পরিচালনায় পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেয়ারম্যান প্রার্থীর মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
ওজোপাডিকোতে চাকরির সুযোগ, আছে সার্বক্ষণিক গাড়ি
শুল্কমুক্ত গাড়ির সুবিধা আর পাবেন না এমপিরা
সরকারি গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেপ্তার চালক
X
Fresh