আরটিভি নিউজ
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৯:০৭
লঞ্চের ভাড়া নিয়ে যা জানাল বিআইডব্লিউটিএ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে লঞ্চ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। সেক্ষেত্রে বাড়তি ভাড়া দিতে হবে না যাত্রীদের। আগের ভাড়ায় লঞ্চ চলবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলার বিষয়ে বুধবার (১২ জানুয়ারি) বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, বিধিনিষেধে লঞ্চ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। ভাড়া আগের মতোই থাকছে।
ওমিক্রনসহ সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে দেশে বিধিনিষেধ জারি করেছে সরকার। গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
এফএ
মন্তব্য করুন