• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

জিডিপির আকার ৪১১ বিলিয়ন, মাথাপিছু আয় বেড়ে ২৫৫৪ ডলার

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৬:৫৪
জিডিপির, আকার, ৪১১, বিলিয়ন, মাথাপিছু, আয়, বেড়ে, ২৫৫৪, ডলার,
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

অর্থনীতির ভিত্তি বছর পুনর্নির্ধারণ করায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪১১ বিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে এ তথ্য জানান তিনি। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এম এ মান্নান বলেন, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আমরা ছিলাম ২০০৫-০৬ সালে। এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে জিডিপির আকার বেড়ে হয়েছে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার।

তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে হয়েছে।

এছাড়া গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে বলেও জানান মন্ত্রী।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবৃদ্ধি অর্জনে চীন ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ
রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের ওপরে
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh