• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দুই ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ১১ লাখ মানুষ

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ২৩:০২
দুই, ডোজ, টিকা, নিয়েছেন, ২, কোটি, ১১, লাখ, মানুষ,
ফাইল ছবি

দেশে এখন পর্যন্ত করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ কোটি ১১ লাখ মানুষ। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এরমধ্যে ৬ কোটি ২০ লাখ ৬৭ হাজার ৮৯৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশে এখন টিকা মজুত আছে ১ কোটি ৫২ লাখ ৪ হাজার ৫২৫ ডোজ।

এতে আরও বলা হয়, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫৫৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ১১ লাখ ৯ হাজার ৩৩৯ জন।

দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ১৪২ ডোজ টিকা। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

পাঁচ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৬৮১ জন এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান
দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনুসন্ধান চলছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা
করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অভিনেতার হার্ট অ্যাটাক!
X
Fresh