• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৭ রাজাকারের বিষয়ে তদন্ত সম্পন্ন

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ১২:৪২
১৭ রাজাকারের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
ছবি: সংগ্রহীত

মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় কুড়িগ্রাম ও সাতক্ষীরা জেলার ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রাজধানী (২৫ অক্টোবর) ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক।

শিগগিরই প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

সানাউল হক বলেন, সাতক্ষীরা জেলার চার আসামির মধ্যে আকবর আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি পলাতক। এ ছাড়া কুড়িগ্রাম জেলার ১৩ জনের মধ্যে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজন পলাতক।

তিনি জানান, মামলায় তিন খণ্ডে ৩৭৫ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্ত শুরু ২০১৮ সালের ৩০ জানুয়ারি।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh