• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আজও হচ্ছে পশু কোরবানি

আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ১২:৩৬
আজও পশু কোরবানি
পশু কোরবানি

কোরবানি ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। গতকাল বুধবার ঈদের নামাজ আদায় করেই বেশিরভাগ মুসল্লি কোরবানি দিলেও, বিভিন্ন কারণে অনেকে গতকাল কোরবানি দিতে পারেননি। কোরবানির উদ্দেশ্যে পশু কিনে রাখে এসব মুসল্লিরা আজও কোরবানি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, বাসাবো, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, মগবাজার, পল্টনসহ বিভিন্ন অঞ্চল ঘুরে কোরবানি দেয়ার দৃশ্য দেখা যায়।

মুগদায় ইমাম হাজান নামের এক মাদ্রাসা ছাত্র জানান, ঈদের দিন ১৪টি গরু জবাই করেছেন। আজকে (ঈদের দ্বিতীয় দিন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫টি গরু জবাই করেছেন।

সোহাগ নামের এক কসাই জানান, ঈদের দিন ৫টি গরুর কোরবানির কাজ করেছি। আজও তিনটির কাজ করব। এর মধ্যে একটার কাজ শেষ হয়েছে। এখন একটা বানানোর কাজ চলছে।

পূর্ব রামপুরায় একটি স্থানে পাশাপাশি তিনটি গরু কোরবানি দিতে দেখা যায়। সেখান থেকে সাইফুল্লাহ নামের একজন বলেন, আজ কোরবানি দিতে কোনো বাধা নেই। ধর্মীয় রীতি অনুযায়ী আজ এবং আগামীকালও কোরবানি দেয়া যাবে।

আজ কোরবানি দেয়ার কারণ হিসেবে কেউ কেউ জানিয়েছেন, ঈদের দিন কোরবানি দিলে ঝামেলা বেশি হয়। মাংস কাটার জন্য কসাই খুঁজে পাওয়া যায় না। এ কারণে ঝামেলা মুক্তভাবে কোরবানি দিতে আজ কোরবানি দেয়া হচ্ছে।

মালিবাগের বাসিন্দা হামিম বলেন, আমরা সবসময় ঈদের দিন কোরবানি দেই। এবার ওই ঈদের পরের দিন কোরবানি দিচ্ছি। গতকালের তুলনায় আজ ঝামেলা কমে মনে হচ্ছে। এখন ভালোভাবে বাকি আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করছি।

মিরপুরের বাসিন্দা আব্দুল রাশেদ বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের পারিবারিক ঐতিহ্য তিনটি গরু কোরবানি দেওয়া। ঈদের দিন একটি কোরবানি দিয়েছি। আজকে একটি দিচ্ছি, কাল আরেকটি কোরবানি দেব। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh