• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সকলের টিকা নেওয়াই সংক্রমণ প্রতিরোধের হাতিয়ার: সেব্রিনা ফ্লোরা

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ১৬:৪৯
গণটিকাদান কর্মসূচি পরিদর্শনের সময়

টিকা নিয়ে বাংলাদেশকে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। আশা করছি এ সপ্তাহে ও পরবর্তীতে পর্যায়ক্রমে আরও টিকা আসবে দেশে। আমরা বিভিন্ন মাধ্যমে টিকা কেনার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও করোনার টিকা পাওয়া শুরু করেছি।

তিনি বলেন, বর্তমানে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, সকলের টিকা নেওয়াই এখন সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব বেশি মানুষকে টিকার আওতায় আনা যায়। সেভাবেই কাজ করছি আমরা।

অধ্যাপক ডা. মীরজাদী বলেন, আমরা সকলে যদি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানতাম ও মাস্ক পরতাম তাহলে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। আমরা নিজেদের সুরক্ষিত রাখলেই করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও বলেন, আমরা যতোই সক্ষমতা বৃদ্ধি করি না কেন যদি রোগী কমাতে না পারি তাহলে কাজ হবে না। এক্ষেত্রে সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীর পথচলায় নানা বাধা প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
হিট স্ট্রোক কেন হয়, প্রতিরোধে যা করবেন
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়
X
Fresh