• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৭ জুন

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৪:৩৩
এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৭ জুন
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ জুন (রোববার) দিন ধার্য করেছেন আদালত। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ দিন ধার্য করেন।বুধবার (২৩ জুন) আদালত সূত্র থেকে এ তথ্য জানা যায়। এ মামলার ২১ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

অপর আইনজীবী মো. রেজাউল করিম সরকার জানান লকডাউনের মধ্যে যদি আসামিদের আদালতে হাজির না করে তাহলে সাক্ষ্য গ্রহণ হবে না।

তিনি জানান, লকডাউনের কারণে নিয়মিত আদালত না থাকায় মামলাটির কার্যক্রম কিছুদিন ব্যাহত হয়েছে। এর ফলে মামলাটির অভিযোগপত্রে থাকা মোট ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য প্রদান নিশ্চিত হয়েছে। বাকি আছে মাত্র একজন সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হলেই মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত তারিখ ঠিক করবেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ ৪ মার্চ
এস কে সিনহার মামলার প্রতিবেদন ২২ মার্চ
X
Fresh