Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৯ জুন ২০২১, ৫ আষাঢ় ১৪২৮

আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ১৭:৫২
আপডেট : ০৭ জুন ২০২১, ১৮:৪৪

'টিকা আসছে ১৩ জুন, সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে'

টিকা আসছে ১৩ জুন, সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

দেশে আগামী ১৩ জুন সিনোফার্মার ৬ লাখ টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ জুন) বিকেলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে বিসিপিএস অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন। ৪টি কেন্দ্রে যারা সিরিয়ালি আসবে, তারা আগে পাবেন ফাইজারের টিকা।

মন্ত্রী বলেন, ফাইজারের ডাইলুয়েন্ট মিশ্রণ সংগ্রহের চেষ্টা চলছে। আজ রাতে এটি আসার কথা রয়েছে। রেজিস্ট্রেশন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন।

তিনি বলেন, করোনায় বাংলাদেশে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মহামারিকালেও জিডিপির এখন ৬ শতাংশ প্রবৃদ্ধি।

গত ২ জুন দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, ফাইজারের টিকা প্রয়োগের আগেই এর সঙ্গে ডাইলুয়েন্ট নামক একটি মিশ্রণ যোগ করতে হবে। এ মিশ্রণের যোগের পরই দেশে ফাইজারের টিকা প্রয়োগ হবে।

এমআই

RTV Drama
RTVPLUS