• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দেশে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৮:৩৩
দেশে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
দেশে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে বিভিন্ন মেডিকেল সামগ্রী প্রেরণ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া শিগগিরই করোনা প্রতিরোধী টিকাও পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার।বর্তমানে মেডিকেল সামগ্রীগুলো দেশটির বিমানবন্দর থেকে ঢাকার পথে রয়েছে।

শনিবার (৫ জুন) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইট বার্তায় এ তথ্য জানান।

ট্রাভিস এয়ার বেইসে বিমানে মেডিকেল সামগ্রী ওঠানোর সময়ে পরিদর্শন করেছেন জানিয়ে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম টুইটে লিখেছেন, কোভিড-১৯ লড়াইয়ে মার্কিন সরকার কর্তৃক উদার সমর্থন বাংলাদেশের ক্ষমতাকে প্রবলভাবে জোরদার করবে।

এদিকে, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসও এক বার্তায় দেশটি থেকে বাংলাদেশে ওষুধ সামগ্রী আসার তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার ও ইউএসএআইডি করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ট্র্যাভিস এয়ার বেইস বিমান পরিদর্শন করেছেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী
করোনায় প্রাণ গেল আরও একজনের
ঝড়ে লন্ডভন্ড টাইগারদের ম্যাচের ভেন্যু, সিরিজ নিয়ে শঙ্কা
মার্কিন নিষেধাজ্ঞার কবলে ২৬ চীনা কোম্পানি
X
Fresh