• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দশ দিনের অনুষ্ঠান

আরটিভি নিউজ

  ০৪ মার্চ ২০২১, ২২:২৫
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দশ দিনের অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠান করা হবে। যা ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে আসবেন দেশি-বিদেশী অতিথিরা।

বৃহস্পতিবার (০৪ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী কমিটি অনলাইন সভায় এ কথা বলেন।

সাংস্কৃতি অনুষ্ঠান, নারীমুক্তি, সাম্য ও স্বাধীনতা, ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’, এবং ‘স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’প্রতিদিন অনুষ্ঠানমালায় থাকবে। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ধারণকৃত বক্তব্য সম্প্রচার করা হবে। দেশের বর্তমান ও সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে আসবেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
হাসপাতালে সৌদি বাদশাহ
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
X
Fresh