logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২ ফাল্গুন ১৪২৭

সংস্কৃতি ও শিক্ষায় একত্রে কাজের ক্ষেত্র তৈরি হয়েছে: দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

ভারতের জন্য যা ভালো, বাংলাদেশের জন্যও তাই ভাল। এজন্য দুই দেশের মধ্যে সন্দেহ ও সংশয় দূর করে একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ভারত ও বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে একত্রে কাজ করার ক্ষেত্র তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন হাইকমিশনার।

একসঙ্গে চললে দুই দেশই সমৃদ্ধির পথে এগোতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করে দোরাইস্বামী বলেন, আমাদের সম্পর্ক টেকসই হওয়ার মূলনীতি ইতোমধ্যে তৈরি হয়ে আছে। এখন আমাদের উচিৎ সন্দেহ ও সংশয় দূর করতে কাজ করা। কারণ সন্দেহ ও অবিশ্বাসের কোনো জায়গা এখানে নেই।

ভারতীয় হাইকমিশনার বলেন, শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম, ব্যবসা, ভ্রমণ, পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের একসঙ্গে কাজ করার ক্ষেত্র তৈরি হয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, একে-অপরের সঙ্গে সহযোগিতা বাড়লে উন্নতি বাড়ে। আমার জন্য যেটা ভালো নয়, সেটা আপনার জন্য ভালো হবে না এবং আপনার জন্য যেটা ভালো নয়, সেটা আমার জন্য ভালো হবে না।

এফএ

RTV Drama
RTVPLUS