• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে ফের কর্মসূচি

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২১, ২২:৫৩
Re-program,demand, raising, age, government, service to 35
সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে ফের কর্মসূচি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলন শুরু করতে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সব প্রার্থীর সঙ্গে আলোচনা করে ২২ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

'বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদে'র প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বসয় ৩৫ বছর করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছি। আন্দোলনের পরেও সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। অথচ চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিটি ছিল বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার। এটা ছাত্রসমাজের ন্যায্য অধিকার। কিন্তু দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও আমরা আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, এবার পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আমরা আমাদের সব সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি ঘোষণা করেছি। এতে সবাই সম্মত হয়েছে। এটা আমাদের বিজয়ের সংগ্রাম, ৩৫-এর বিজয়ের সংগ্রাম।

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পদযাত্রাসহ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের পদযাত্রাই হবে ৩৫-এর বিজয়ের চূড়ান্ত লক্ষ্য।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে’
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh