• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আজ সংসদে যাবেন ৯৩ এমপি, মানতে হবে স্বাস্থ্যবিধি

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৮
জাতীয় সংসদ
ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার শুরু হচ্ছে। তবে এতে অংশ নিতে পারবেন নির্ধারিত ৯৩ জন সংসদ সদস্য।

সংসদে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এমন সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে। একইসঙ্গে অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যদের সংসদের যাওয়ার জন্য উৎসাহ দেয়া হয়েছে।

গতকাল রোববার প্রথম কার্যদিবসে অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকারসহ উপস্থিত সংসদ সদস্যরাও মাস্ক পরেছিলেন। আর সবার জন্য নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছিল।

এ বিষয়ে সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন আরটিভি নিউজকে বলেন, করোনার স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেই ৯৩ জনকে সংসদে আসার জন্য বলা হয়েছে। আগামীকাল আবার অন্যরা সুযোগ পাবেন।

জানা গেছে, আগামী বুধবার এবারের চারদিন ব্যাপী সংক্ষিপ্ত অধিবেশনটি শেষ হচ্ছে। এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
আর সত্যি কথা বলবেন না আবুল কালাম আজাদ
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
X
Fresh