logo
  • ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫০ জন, আক্রান্ত ১৯১৮ জন, সুস্থ হয়েছেন ১৯৫৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সুমনের পানির নিচে ১৩ ঘণ্টা থাকার ব্যাখ্যা অসংলগ্ন: তদন্ত কমিটি

আরটিভি নিউজ
|  ০২ জুলাই ২০২০, ১৭:১৯ | আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:২৩
boat, boat stop,
সুমন বেপারী
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় পানির নিচে ১৩ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হওয়া সুমন বেপারীর বক্তব্যকে অসংলগ্ন বলে মন্তব্য করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, বুধবার সুমনের সঙ্গে মোবাইলে কথা হয়।  সুমনের বক্তব্য কমপক্ষে ৩০ মিনিট রেকর্ড করা হয়েছে। তিনি জানিয়েছেন ডুবে যাওয়ার সময় লঞ্চে ঘুমিয়ে ছিলেন। কিভাবে লঞ্চটি ডুবে যায় সেটি তার মনে পড়ছে না।  উদ্ধারের পর সবকিছু জানতে পারেন।

তিনি বলেন, সুমন আরও বলেছেন ভেতরে হাঁটুপানি ছিল। পুরো রুমটা অন্ধকার ছিল। তার জ্ঞান ছিল না।  ডুবে যাওয়ার সময় তার পেটে কিছু পানি চলে যায়। তবে ১৩ ঘণ্টা পানির নিচে কীভাবে থাকলেন, তার বক্তব্যে তা স্পষ্ট হয়নি।  সংশ্নিষ্ট অনেকের সঙ্গে এ বিষয়ে কথা বলে তার বিষেয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত সোমবার সকালে মর্নিং বার্ড নামের ছোট আকারের একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে সদরঘাটের অদূরে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মাত্র কয়েক সেকেন্ডেই ডুবে যায়।  এরপর মঙ্গলবার পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

এমকে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৪০২০ ১৩৯২৫৩ ৩২৩৪
বিশ্ব ১৮২৫২২৭৫ ১১৪৫৫৭৮০ ৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়