• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দেশের কোন জেলায় আক্রান্ত কত?

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২০, ১৬:৩৪
How many are affected in any district of the country
দেশের কোন জেলায় আক্রান্ত কত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭৭৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে।

বুধবার (১ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

৬৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৮ হাজার ৮৭৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৮৪ হাজার ৩৩৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৭৭৫ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৮৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ১০৮ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৮ জন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব সাতজন, ৮০ বছরের বেশি বয়সী একজন এবং শতবর্ষী একজন রয়েছেন। ২৩ জন মারা গেছেন হাসপাতালে ও ১৮ জন বাড়িতে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ জন, খুলনা বিভাগের পাঁচজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুজন এবং রংপুর বিভাগের একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো— ঢাকা ২৭,৩৩৫, চট্টগ্রাম ৮,০৩৫, নারায়ণগঞ্জ ৫,০২১, গাজীপুর ৩,২৭০, কুমিল্লা ৩,০৭৪, বগুড়া ২,৭৮২, কক্সবাজার ২,৫০৬, সিলেট ২,২৫০, নোয়াখালী ২,০৯২, মুন্সীগঞ্জ ১,৯৪৪, ফরিদপুর ১,৮২৭, খুলনা ১,৭৮৬, ময়মনসিংহ ১,৬৫৬, বরিশাল ১,৩৭৮, নরসিংদী ১,২৮০, কিশোরগঞ্জ ১,০৮৩, সুনামগঞ্জ ৯৫৯, চাঁদপুর ৮৫৬, রংপুর ৮৩৫, লক্ষ্মীপুর ৮২৩, ফেনী ৭৮৬, ব্রাহ্মণবাড়িয়া ৭৩৩, মাদারীপুর ৬৬৬, গোপালগঞ্জ ৬০৯, হবিগঞ্জ ৫৮৫, রাজশাহী ৫৭১, মানিকগঞ্জ ৫৬৮, দিনাজপুর ৫৬৩, যশোর ৫৫৫, জামালপুর ৫৪২, কুষ্টিয়া ৫৩৫, টাঙ্গাইল ৫২৮, নেত্রকোনা ৫১১, শরীয়তপুর ৪৭২, নওগাঁ ৪৫১, পাবনা ৪৪৬, মৌলভীবাজার ৪১৪, পটুয়াখালী ৩৯১, রাজবাড়ী ৩৮৯, সিরাজগঞ্জ ৩৮৩, জয়পুরহাট ৩৬৬, নীলফামারী ৩২৭, বান্দরবান ৩১২, ভোলা ২৮৬, রাঙ্গামাটি ২৫৬, বরগুনা ২৪৫, শেরপুর ২৪৪, খাগড়াছড়ি ২৩৭, গাইবান্ধা ২৩৬, চুয়াডাঙা ২১২, ঠাকুরগাঁও ১৯৬, ঝালকাঠী ১৯৩, বাগেরহাট ১৬৬, ঝিনাইদহ ১৬৫, সাতক্ষীরা ১৫৯, নাটোর ১৫৮, পিরোজপুর ১৫৫, নড়াইল ১৫৩, পঞ্চগড় ১৩২, কুড়িগ্রাম ১৩০, চাঁপাইনবাবগঞ্জ ১০১, লালমনিরহাট ৭৬ ও মেহেরপুর ৫৯ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh