• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভার্চুয়াল আদালতে শুনানি: ৫ দিনে ৬ হাজার ৫৪২ জনের জামিন

আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৩:১৩
ভার্চুয়াল আদালতে শুনানি: ৫ দিনে ৬ হাজার ৫৪২ জনের জামিন
ফাইল ছবি

সারা দেশে ভার্চুয়াল আদালতে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ কার্যদিবসে আবেদনের শুনানি শেষে ছয় হাজার ৫৪২ জন জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান জানিয়েছেন, এ সময়ে ১৪ হাজার ৩৪০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া আটকাতে ২৬ মার্চ থেকে আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১ মে থেকে বিচার কার্যক্রম চালু হয়।

গেল ৯ মে সরকার আদালতকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার বিচারের ক্ষমতা দিয়ে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ জারি করে। ১০ মে সুপ্রিম কোর্ট থেকে ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য নিম্ন আদালত ও উচ্চ আদালতের জন্য আলাদা প্রাকটিস ডাইরেকশন জারি করা হয়। খবর ইউএনবি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh