• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন প্রধানমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০২০, ১১:৫৩
The Prime Minister has approved the appointment of 3,000 medical technologists
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির প্রেক্ষিতে নতুন ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ আজ বাসসকে জানান, ‘কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিসেবা বিভাগ গতকাল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের একটি প্রস্তাব পাঠিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে এটির অনুমোদন দিয়েছেন।’

আজাদ বলেন, এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা ১ হাজার ২শ’ এবং টেকনিশিয়ানের সংখ্যা ১ হাজার ৮শ’।
তিনি আরো জানান, জন প্রশাসন মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর এখন যৌথভাবে কোভিড-১৯ রোগীদের সেবা আরো উন্নত করতে এই ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশান নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় গত মাসে সরকার প্রায় ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনৈতিক অঞ্চলসহ হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh