• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

'আইনমন্ত্রী করোনা আক্রান্ত নন, তিনি সুস্থ'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০২০, ১৮:৪৯
Law Minister Anisul
আইনমন্ত্রী আনিসুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত নন এবং তিনি বাসায় সুস্থ আছেন। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওই বিজ্ঞপ্তিতে জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী না-কি করোনায় আক্রান্ত। যা মোটেও সত্য নয়।

‘প্রকৃত সত্য হলো, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যানেলটিতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত।

আবার কোনো কোনো সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ‘প্রধান বিচারপতি করোনা উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন আইনমন্ত্রী।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি এ কথা বলেননি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ। আল্লাহর রহমতে তিনি (প্রধান বিচারপতি) বর্তমানে সুস্থ আছেন এবং সব ধরনের দাপ্তরিক কাজ করছেন।

এসজো


মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইনগত সহায়তা পাওয়া দরিদ্র নাগরিকের অধিকার’
উপাত্ত সুরক্ষা আইনের আওতায় নিরপেক্ষ কমিশন গঠনের দাবি
দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে: ভূমিমন্ত্রী
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh