• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদের দিন ঢাকাসহ বেশ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা

আরটিভি অনলাইন

  ২৪ মে ২০২০, ১৬:৫৬
The meteorological office said temperatures could rise slightly
আবহাওয়া অফিসের ছবি।

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ঈদ নিয়ে কমবেশি সবার পরিকল্পনা আছে। তবে আগামীকাল দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গী হতে পারে ছাতা।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ মেঘলা থাকতে পারে।

আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, টাঙ্গাইল, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ দুপুর ১টায় আবহাওয়া অধিদপ্তর জানায়, পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী ভাবে দমকা/ঝড়ো হাওয়া হতে পারে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়ের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
X
Fresh