• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনাকে চীনা রাষ্ট্রপতির ফোন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ২০:২৭
Chinese President Xi Jinping has called Prime Minister Sheikh Hasina
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। তিনি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তার দেশের অভিজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন।

বাসস জানায়, বুধবার প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন শি জিনপিং। সে সময় তিনি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চীনের অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন।

এদিকে করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে লিখিত বার্তা দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ। তাতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও জনগণ করোনাভাইরাস মোকাবিলার চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সময় সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনা রাষ্ট্রপতি শি জিং পিংকে চিঠি পাঠিয়েছিলেন। চীনের জনগণ সংকটকালীন তার মহানুভবতাকে সারাজীবন স্মরণ রাখবে।

বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়, চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছে, একইভাবে চীন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনৈতিক অঞ্চলসহ হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh