• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

গাড়ি থেকে ব্যাংকের ৮০ লাখ টাকা খোয়া, আটক ৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মে ২০২০, ১৪:২১
ন্যাশনাল ব্যাংক

রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে উত্তোলন করে মতিঝিল প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় ৮০ লাখ টাকাভর্তি একটি বস্তা খোয়া গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১০ মে) টাকা বহন করা গাড়িটি বাবুবাজার এলাকায় পৌঁছালে একটি টাকার বস্তা খোয়া যাওয়ার বিষয়টি টের পান গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কোতোয়ালি থানা পুলিশ।

আটকরা হলেন- ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুইজন নিরাপত্তাকর্মী।

তিনি বলেন, এ বিষয়ে রোববার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ওই গাড়িতে থাকা চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
এবার ইউসিবির সঙ্গে একীভূত করা হচ্ছে ন্যাশনাল ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের টাকা ধার করে চলছে ইসলামী ব্যাংক 
X
Fresh