• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেলেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০২০, ১৮:৩৯
বাংলাদেশ কোস্ট গার্ড, উপ-মহাপরিচালক, কমডোর এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি), রিয়ার এডমিরাল, পদোন্নতি
কমডোর এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি)

বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান (এনবিপি, এনডিসি, পিএসসি) রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) তিনি এই রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পান।

এম শাহজাহান ২৪ জুলাই ১৯৮৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ২৪ জুলাই ১৯৮৭ সালে কমিশন্ড প্রাপ্ত হন। সুদীর্ঘ চাকরিজীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি গত ১১ মার্চ ২০১৯ সালে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং অত্যন্ত সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছিলেন। রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি পদোন্নতি প্রাপ্ত হয়ে চেয়ারম্যান মংলা বন্দর কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি
অবসরের ৭ দিন আগে পদোন্নতি পেলেন মাউশির ডিজি
সহযোগী অধ্যাপক পদে নোবিপ্রবির ৯ শিক্ষকের পদোন্নতি
অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১৪ কর্মকর্তার পদোন্নতি
X
Fresh