• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি, আরও ৪ জন সুস্থ: আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০২০, ১২:২৫

দেশে নতুন করে কারও করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এমন তথ্য জানিয়েছেন রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শনিবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

ডা: ফ্লোরা জানান, এখন আইসোলেশনে আছেন ৪৭ জন। আক্রান্তদের মধ্যে আরো ৪ জন বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত মোট ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আক্রান্তদের মধ্যে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদের সুস্থ হতে সময় লেগেছে গড়ে ১২ দিন। সর্বোচ্চ ১৬ দিন লেগেছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল এসেছে তিন হাজার ৪৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ জনের।

ডা. ফ্লোরা বলেন, আক্রান্তদের মধ্যে গতকাল দুই চিকিৎসকসহ যে চারজন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন, তারা ছাড়াও আরেকজনের উচ্চ রক্তচাপ রয়েছে। তাদের আমরা আলাদা করে চিকিৎসা দিচ্ছি। এছাড়া আক্রান্তদের সার্বিক বিবেচনায় কোনো ধরনের জটিলতা নেই।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন আছেন ৩৩ জন।

এসজে

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, মাস্ক ব্যবহারের পরামর্শ
X
Fresh