• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯

আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হবে। বললেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

শুক্রবার মাদারীপুরের ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপিকে আসছে সংসদ নির্বাচনে অংশ নিতে হবে। না হলে রাজনৈদিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। এর ফলে তাদেরই ক্ষতি বেশি হবে। উচিৎ হবে সার্চ কমিটিকে মেনে নেয়। রাষ্ট্রপতির ওপর আস্থা রাখা।

শাহজাহান খান বলেন, সার্চ কমিটি সম্পর্কে জনগণ না, বিএনপিই বিভ্রান্ত। কমিটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেও তাদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। জনগণ গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন চায়। অনুসন্ধান কমিটি যে নাম দেবে, তা থেকে বাছাই করে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh