• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্টাফ রিপোর্টার

আরটিভি অনলাইন

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৮

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। হজে যেতে এ বছর প্রতিজনের খরচ হবে ৩ লাখ ১৯ হাজার ৩শ’ ৫৫ টাকা। জানালেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ইব্রাহিম বাহার।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হাব সভাপতি বলেন, এ বছর হাজিদের গুণতে হবে ৩ লাখ ১৯ হাজারের বেশি টাকা। তবে কোরবানির জন্য প্রত্যেককে আলাদা করে ১০ হাজার ৭শ’ ৫০ টাকা দিতে হবে।

গেলো ৩০ জানুয়ারি মন্ত্রিসভা নতুন এই হজ প্যাকেজ অনুমোদন করে। আসছে ৩০ মার্চের মধ্যে হজের টাকা পরিশোধ করতে হবে। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে যাবেন ১০ হাজার। আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১শ’ ৯৮ জন। আসছে ১৯ ফেব্রুয়ারি থেকে হজের প্রাক-নিবন্ধন শুরু হবে।

চাঁদের হিসাব অনুযায়ী, আসছে ১ সেপ্টেম্বর হজ হবার কথা।

এইচটি/এআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh