• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস এক ঘণ্টায় শনাক্ত করা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭
করোনাভাইরাস এক ঘণ্টায় শনাক্ত করা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল ।। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ান মিকোবায়োমেড কোম্পানির মেশিনের মাধ্যমে এক ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব।

তিনি বলেন, এক ঘণ্টার মধ্যে করোনাভাইরাস, ডিএনএ, আরএনএসহ যেকোনো ভাইরাস শনাক্তকরণে কাজ করবে মিকোবায়োমেডের মেশিনটি। যন্ত্রটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যাম্পল হিসেবে বাংলাদেশকে দিয়েছে। মেশিনটির কার্যকারিতা দেখে ভালো মনে হলে বেশি পরিমাণে আমদানি করার চিন্তা-ভাবনা করবে সরকার।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস ডিটেক্ট মেশিন রিসিভ ও ল্যাব উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, করোনাভাইরাস বাংলাদেশে যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করেছে সরকার।

এর আগে দক্ষিণ কোরিয়ার মিকোবায়োমেড কোম্পানি ১০০ কিটসহ মেশিনটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh