• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

সার্চ কমিটির কাছে নাম দেবে ২০ দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ২১:২১

নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জানালেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ।

সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রেদওয়ান আহমেদ বলেন, জোটের বৈঠকে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের বিষয়ে শরিক দলগুলো একমত হয়েছে। কমিটির কাছে প্রস্তাব করা প্রতি দলের ৫ জনের নাম প্রস্তাবের ক্ষেত্রে বেশকিছু নাম এক থাকবে।

তিনি বলেন, রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়া জোটের ৭ শরিক দল নির্বাচন কমিশন গঠনে নিয়োগের জন্য নাম প্রস্তাবে সার্চ কমিটির চিঠি পেয়েছে। সেগুলো হলো- বিএনপি, এলডিপি, জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম ও মুসলিম লীগ (এমএল)।

গেলো শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠক রাজনৈতিক দলগুলোর কাছে ৫টি করে নাম চাওয়া সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আসছে ৩১ জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে ইসি নিয়োগের জন্য ৫টি নাম প্রস্তাব করতে পারবে।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh