• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২০২১ সাল থেকে বাণিজ্যমেলা পূর্বাচলে: বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৮
২০২১ সাল থেকে বাণিজ্যমেলা পূর্বাচলে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ২০২১ সাল থেকে রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মেলাটি আগামী বছর পূর্বাচলে নিয়ে যাওয়া হবে। সেখানে মেলার বরাদ্দকৃত স্থানে নিজস্ব কমপ্লেক্সে মেলা অনুষ্ঠিত হবে। পূর্বাচলে আন্তর্জাতিক মানের সেন্টার রয়েছে৷ সেখানেই মেলা অনুষ্ঠিত হবে।

টিপু মুনশি বলেন, এবার সুন্দর মেলা উপহার দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন কারণে এবার বাণিজ্য মেলা ১০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি বন্ধ ছিল। ব্যবসায়ীরা সেজন্য বাণিজ্য মেলার সময় বাড়ানোর জন্য দাবি করে আসছেন। এ ব্যাপারে বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাণিজ্য মেলা আরও দুই-তিন দিন বাড়ানো যায় কি-না, বিষয়টা বিবেচনায় রাখব। সেই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে যাব।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
রংপুরে ভোট দেবেন যে কয়েকজন হেভিওয়েট
X
Fresh