• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইতিহাসবোধ নিয়ে দেশ গড়ার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৭, ১৪:১৪

সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ভবিষ্যৎ কর্ণধার গড়ে তুলতে সরকারের বিনিয়োগ।
আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান নিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নেই। তাই 'শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব' এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ।

অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী উন্নত দেশ গড়ার হাতিয়ার শিক্ষা এমনটি উল্লেখ করে জানান, সরকার শতভাগ শিক্ষিত জাতি গড়তে, নিরলস কাজ করে যাচ্ছে।

বিদ্যালয় জাতীয়করণ, বিনামূল্যে বই বিতরণ, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণসহ সরকারের নেয়া পদক্ষেপগুলো এসময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। সঠিক ইতিহাস চর্চার ওপর জোড় দিয়ে সমাপনী পরীক্ষার সুফলও তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা।

পরে প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের পদক দেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারও তুলে দেন প্রধানমন্ত্রী।

ওয়াই/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh