• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘পোশাক শিল্পে ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন শ্রমিক কাজ করছে’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ জানুয়ারি ২০২০, ১৯:৩৮
‘পোশাক শিল্পে ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন শ্রমিক কাজ করছে’
ফাইল ছবি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে পোশাক শিল্পে ইপিজেড ব্যতীত ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন শ্রমিক কাজ করছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৫৩৭ জন নারী শ্রমিক রয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে পোশাক খাতে মোট ৩৩ লাখ ১৫ হাজার লোকবল রয়েছে। এরমধ্যে নারী শ্রমিক হচ্ছে ১৫ লাখ ৩১ হাজার।
বিকেএমইএ’র হিসাব অনুযায়ী পোশাক খাতে ৩৫ লাখ শ্রমিক রয়েছে। যার ৬০ দশমিক ৮ শতাংশ নারী শ্রমিক।

সরকারি দলের আসলাম হোসেন সওদাগরের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আরও জানান, সরকার শ্রম আইনকে যুগোপযোগী করে শিল্প কারখানার কর্ম পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। শ্রমিকের ন্যুনতম বেতন করা হয়েছে ৮ হাজার ৩০০ টাকা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
সংসদ এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
X
Fresh